Bangla News

আর্থিক কেলেঙ্কারি: বাফুফে সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করল ফিফা

স্পোর্টস ডেস্ক: আর্থিক কেলেঙ্কারির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে সংস্থাটি।

একইসঙ্গে তাকে প্রায় ১২ লাখ টাকা (১০ হাজার সুইস ফ্রা) জরিমানা করা হয়েছে।

আজ (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সম্প্রতি ক্রয়-বিক্রয়সংক্রান্ত অনিয়মের কারণে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অর্থ সহকারী অনুপম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ব ফুটবল সংস্থা ফিফা।

এ নিয়ে গত ১ জানুয়ারি কালবেলায় ‘বাফুফেতে অনিয়মের অভিযোগে ফিফার চিঠি’ শিরোনামে এক সংবাদ প্রকাশিত হয়।

বাফুফে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, কারণ দর্শানোর জবাবে ফিফা সন্তুষ্ট না হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির নির্দেশ দেওয়া হয়। পরে জুরিখে যান সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, অর্থ সহকারী অনুপম সরকার, ম্যানেজার কম্পিটিশনস জাবের বিন তাহের আনসারী ও হাসান মাহমুদ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button