Bangla News

এভারেস্টে চড়তে পর্বতারোহীদের কত খরচ হয়?

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের উচ্চতম পাহাড় এভারেস্টে প্রতিবছরই অনেক পর্বতারোহী ওঠার লড়াই চালান। অনেকে সফল হন। আবার কিছু মানুষ ব্যর্থ হন। তবে এভারেস্টে চড়বেন বলে উঠতে শুরু করলেই হবেনা। এজন্য দস্তুরমত বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।

দরকার পড়ে পারমিটের। এভারেস্টে চড়ার জন্য সাধারণত একজন দক্ষ শেরপারও প্রয়োজন হয়। ৪৫ দিনের জন্য সব মিলিয়ে খরচাপাতি যথেষ্টই।

এভারেস্টে চড়ার অনুমতি বা পারমিট পেতে একজন বিদেশি পর্বতারোহীকে নেপাল সরকারকে দিতে হয় ১১ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ টাকা। সেইসঙ্গে একজন দক্ষ গাইডকেও একটা বড় টাকা দিতে হয়।

প্রসঙ্গত এভারেস্টে চড়ার একটা মরসুমে একজন দক্ষ গাইড ১২ হাজার ডলার রোজগার করেন। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ টাকা। এই টাকা মাত্র ৪৫ দিনে রোজগার করেন একজন দক্ষ গাইড।

আবার নেপালের বাসিন্দা কেউ যদি এভারেস্টে চড়তে চান তাঁকে পারমিটের জন্য খরচ করতে হয় ৭৫ হাজার নেপালি মুদ্রা। যা ভারতীয় মুদ্রায় ৪৭ হাজার টাকা। অন্যদিকে এভারেস্টে চড়ার ক্ষেত্রে একজন শিক্ষানবিশ গাইডও একটা মরসুমে ৭ হাজার ডলার রোজগার করতে পারেন।

চলতি বছরে নেপালের পর্যটন দফতর মনে করছে ৫০০টি পারমিট তারা ইস্যু করার সুযোগ পাবে। গত বছর অবশ্য সংখ্যাটা কম ছিল। ৩২৫টি পারমিট ইস্যু হয়েছিল গোটা এভারেস্টে চড়ার মরসুমে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button