Bangla News

আবারও বাড়লো স্বর্ণের দাম

জুমবাংলা ডেস্ক : দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৮ হাজার ৪৪৪ টাকা। রোববার থেকে এই নতুন দাম কার্যকর করা হবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ২২৫ টাকা। এতে রোববার থেকে এই মানের স্বর্ণের ভরির দাম পড়বে ৯৩ হাজার ৯৫৪ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে রোববার থেকে এই মানের স্বর্ণ কিনতে হবে ৮০ হাজার ৫৪০ টাকায়।

এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২ এপ্রিল স্বর্ণের দাম প্রায় এক লাখে ছুঁই ছুই হয়। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৯৯ হাজার ১৪৪ টাকা করা হয়। পরে ১১ এপ্রিল স্বর্ণের দাম এক হাজার ৯৮৩ টাকা কমানো হয়।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button