Bangla News

বৃষ্টির জন্য খোলা মাঠে গ্রামবাসীদের বিশেষ নামাজ আদায়

জুমবাংলা ডেস্ক: যশোরের ঝিকরগাছা উপজেলায় বৃষ্টির চেয়ে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ আদায় করেছে গ্রামবাসী। এ সময় নামাজে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

শনিবার (১৫ এপ্রিল) আসরের নামাজের পরে লাউজানি ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।

মুসল্লিরা জানান, যশোরের জনজীবন প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণীকুল। বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন মুসল্লিরা।

হাফেজ মোহাম্মদ শাকিল হোসেন জানান, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য হাহাকার করছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ নামাজের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। তাই আমরা সকলে একত্রিত হয়ে এ নামাজ আদায় করেছি।’

যশোর বিমানবন্দর আবহাওয়া অফিসের সার্জেন্ট বি এম আজাদ জানান, শনিবার যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির কোনো পূর্ভাবাস নেই।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button