Bangla News

ফোনে অফার এসএমএস বন্ধ করার উপায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন অপারেটরগুলো গ্রাহকদের নানা ধরনের অফারের এসএমএস পাঠায়। যা একজন গ্রাহকের কখনো কখনো বিরক্তিকর। ফোনে এই এসএমএস আসা ঠেকানোর উপায় আছে। প্রমোশনাল এসএমএস বন্ধ কর‌তে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সেবা চালু করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

ক্ষেত্র বিশেষে গ্রাহকদের কাছে প্রমোশনাল এসএমএস/ক্যাম্পেইন পাওয়া বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা চালু করা যায়।

মোবাইলে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করা যায় ‘ডু নট ডিস্টার্ব’ সেবা।

সকল অপারেটরের প্রমোশনাল এসএমএস বন্ধ করার কোড

গ্রামীণফোন থেকে *১২১*১১০১#, বাংলালিংক থেকে *১২১*৭*১*২*১#, রবি ও এয়ারটেল থেকে *৭# ডায়াল করলে প্রমোশনাল এসএমএস আসা বন্ধ করা যাবে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button