Bangla News

জাপানে বিক্রি হলো উড়ন্ত গাড়ি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেড় মিলিয়ন ডলারে তাদের ২ আসনের এসডি-০৫ উড়োজাহাজ বিক্রি করলো জাপানের উড়ন্ত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কাইড্রাইভ। শনিবার (১৫ এপ্রিল) জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে উড়োজাহাজটি কিনে লাইসেন্সধারী পাইলট কোতারো চিবা জাপানে প্রথম ‘হোন্ডাজেট’-এর মালিক হলেন। প্রথমদিকে স্কাইড্রাইভ পূর্ব ক্রয় আদেশের মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কাছে ‘উড়ন্ত গাড়ি’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। পরে ব্যক্তি বিশেষের কাছেও তা বিক্রির সিদ্ধান্ত নেয়।

গত বৃহস্পতিবার চিবা টুইটারে বলেন, ‘আমি স্কাইড্রাইভ এসডি-০৫’-এর প্রথম মালিক। জাপানের আকাশে স্বাধীনভাবে স্কাইড্রাইভ চলবে।’

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে নির্মাতা প্রতিষ্ঠানটি প্রথম ‘উড়ন্ত গাড়ি’ ক্রেতার কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে। বিক্রয়মূল্যের সঙ্গে এর দেখভাল ও পরিচালন ব্যয় যোগ করা হয়নি।

অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করছেন উল্লেখ করে স্কাইড্রাইভের প্রধান নির্বাহী তোমোহিরো ফুকুজাওয়া এক বার্তায় বলেন, ‘ভবিষ্যতে আমরা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ উড়োযান তৈরি করব। আমরা এমন একটি সমাজের ধারণা সবার কাছে তুলে ধরব যেখানে প্রতিদিনকার চলাচলের জন্য আকাশ ব্যবহার করা হবে।’

টোকিওভিত্তিক প্রতিষ্ঠান ক্লিফোর্ড চ্যান্সের একজন অংশীদার মিচিহিরো নিশি গণমাধ্যমকে বলেছেন, ‘সরকার নতুন প্রযুক্তিকে সাধারণত উৎসাহ দিয়ে থাকে। তবে আমরা জননিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় বেশি আগ্রহী। উড়ন্ত গাড়ির ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা বিবেচনায় নেওয়ার বিষয়।’

জাপানের মতো অন্যান্য দেশও ‘উড়ন্ত গাড়ি’ তৈরির চেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে জার্মানির ভলোকপ্টার ও যুক্তরাজ্যের ভার্টিক্যাল অ্যারোস্পেসের নাম উল্লেখ করা যেতে পারে। প্রতিষ্ঠান ২টি অদূর ভবিষ্যতে ‘উড়ন্ত গাড়ি’ বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার জন্য কাজ করছে।

জাপান সরকার ২০২৫ সালের ওসাকা এক্সপোতে এ ধরনের আকাশযান বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রদর্শন করার কথা চিন্তা করছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button