Bangla News

সাঙ্গু নদীতে ধরা পড়ল ‘সেলস মাছ’, দেখতে অজগরের সাপের মতো

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সাঙ্গু নদীতে আজ ধরা পড়েছে প্রায় ছয় কেজি ওজনের বিরল প্রজাতির ‘সেলস মাছ’।

মাছটিকে জেলা সদরের মধ্যমপাড়ার মাছ বাজারের ব্যবসায়ী ইউনুস মাছটিকে স্থানীয় জেলের কাছ থেকে ক্রয় করে বিক্রির জন্য দোকানে তুলেন।

তিনি জুমবাংলাকে বলেন, ‘মাছটিকে চট্টগ্রামের স্থানীয় ভাষায় ‘সেলস মাছ’ বলে। দেখতে অজগরের সাপের মতো। এর সঠিক নাম কি আমি জানি না। সচরাচর মাছটি পাওয়া যায় না।’

প্রতি কেজি ৫০০ টাকা হলে মাছটি বিক্রি করবেন বলে জানান ইউনুস। ’

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button