Bangla News

হাইব্রিড সূর্যগ্রহণ ঘিরে ব্যাপক উৎসাহ বিশ্বজুড়ে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিরল হাইব্রিড সূর্যগ্রহণ ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বিশ্বজুড়ে। তবে, বৃহস্পতিবারের এই সূর্যগ্রহণ দেখা যাবে একটি মাত্র শহর থেকেই। সূর্যগ্রহণের সময়ে সোনার আংটি দেখা যাবে পৃথিবীর আকাশে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী।

সূর্যের আকৃতির চেয়ে চাঁদের ছায়া হয় ছোট। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। মার্কিন গবেষণা সংস্থা নাসা এর নাম দিয়েছে হাইব্রিড সূর্যগ্রহণ।

মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে খানিকটা সোনার আংটির মতো লাগে। এই দৃশ্যকেই বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল ২০১৩ সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১শ’ বছরের বিরতি থাকে।

বৃহস্পতিবার এই হাইব্রিড সূর্যগ্রহণ শুধুমাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকেই উপভোগ করা যাবে। আংশিক দেখা যাবে অস্ট্রেলিয়ার আরও বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেও।

নাসা জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। শেষ সূর্যগ্রহণটি হবে ১৪ অক্টোবর।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button