Bangla News

৩ মাসে বাংলাদেশ থেকে সাড়ে ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অনলাইন প্ল্যাটফরমে ভুল তথ্যের প্রচার রোধে টিকটক কমিউনিটি গাইডলাইন মেনে চলে। এই গাইডলাইন লঙ্ঘনের দায়ে গত বছরের শেষ চার মাসে বাংলাদেশ থেকে সরানো হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৬৬৭টি ভিডিও। ব্যবহারকারীরা দেখার আগেই ৯৫ শতাংশ ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। নীতিমালা লঙ্ঘন করে এমন ভিডিওর ৯৬.৮ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে এক দিনের মধ্যে। চতুর্থ প্রান্তিকে ভিডিও অপসারণের সক্রিয় হার ৯৯.৫ শতাংশ।

এ ছাড়া প্ল্যাটফরমটিতে স্প্যাম ছড়ানো এবং স্প্যাম ভিডিও পোস্ট করার দায়ে বেশ কিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। এমনকি স্বয়ংক্রিয় উপায়ে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতেও সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে টিকটক। নিজেদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে এসব তথ্য প্রকাশ করেছে শর্ট ভিডিও প্ল্যাটফরম টিকটক।

২০২২ সালের চতুর্থ প্রান্তিকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়। চতুর্থ প্রান্তিকে টিকটক বিশ্বব্যাপী আট কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮১৯টি ভিডিও সরিয়েছে। এই সংখ্যা টিকটকে আপলোড হওয়া সব ভিডিওর ০.৬ শতাংশ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button