Bangla News

ছুটির প্রথম‌ দি‌নেই বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

জুমবাংলা ডেস্ক: টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সেতু‌তে এ টোল আদায় হ‌য়।

জানা গে‌ছে, গত ৩২ ঘণ্টায় সেতু‌তে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার হ‌য়ে‌ছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। গত ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দি‌য়ে ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে মোটরসাই‌কেলের সংখ্যা ছিল ২ হাজার ৭০০। এতে সব মিলিয়ে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ও কোটি ৬০ লাখ টাকা। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল জানান, ছুটির প্রথম‌ দি‌নেই সেতু‌তে রেকর্ড পরিমাণ টোল আদায় হ‌য়ে‌ছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button