Bangla News

‘কারাগারের মত’ এক বেডরুমের ফ্ল্যাটে থাকতে গুণতে হয় ১ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডে অন্তত বিশ লক্ষ শিশু জনাকীর্ণ ঘরে বাস করছে। তাদের নেই কোন নিজস্ব বেডরুম বা পার্সোনাল স্পেস। নতুন বিশ্লেষণ বলছে, প্রায় ৩ লক্ষ পরিবারে সদস্যরা বিছানা ভাগাভাগি করে ঘুমান।

সংবাদ মাধ্যম বিবিসি এবিষয়ে একটি চিত্র তুলে ধরেছে।

ফাইল ছবি

ব্রিটেনে বহু পরিবার বসবাস করছে স্থানীয় কাউন্সিল থেকে ভাড়া নেওয়া এক বেডরুমের ফ্ল্যাটে। যেটিকে বাসিন্দারা বলছেন ‘কারাগারের মত’। বাস্তবে এখানে আছে একটি ছোট কিচেন, একটি বাথরুম এবং মাঝারি আকারের খাট রাখার মত একটি বেডরুম। আর এর জন্য তাদের ভাড়া পরিশোধ করতে হয় মাসে প্রায় ১০০০ পাউন্ড বা ১ লাখ টাকা।

এই ছোট জায়গাতেই বসবাস করেন মা বাবাসহ সন্তান।

ছোট এই ঘরে একটি বাচ্চার খেলার মত কোন জায়গা নেই। নেই বাচ্চার হোমওয়ার্ক করার মত কোন ডেস্কও। ঘুমানো, বাচ্চার খেলা, হোমওয়ার্ক সবই করতে হয় ওই একটি বেডের উপরেই।

মায়েরা কখনওবা ফ্লোরে নেমে ঘুমান তার বাচ্চাকে একটি নিজস্ব বেডে ঘুমানোর স্বাচ্ছন্দের অনুভূতি দিতে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button