Bangla News

রিয়েলমি ১১ সিরিজ: নতুন স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফিচার থাকছে?

শীঘ্রই ভারতে Realme 11 সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এ সিরিজে তিনটি স্মার্টফোন অন্তর্ভুক্ত করতে পারে। প্রথম ফোনটি হচ্ছে Realme 11 5G, দ্বিতীয় ফোনটি হচ্ছে Realme 11 Pro 5G ও সর্বশেষ ফোনটি হচ্ছে Realme 11 Pro+ 5G।

এর আগে Realme এর দশম সিরিজটি গত বছরের ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। তবে রিয়েলমির নতুন সিরিজটি কবে লঞ্চ করা হবে সে বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য দেওয়া হয়নি।

নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। Realme 11 Pro 5G স্মার্টফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ হতে পারে। হ্যান্ডসেটের রেজুলেশন হতে পারে ২৪১২ গুণ ১০৮০ পিক্সেল।

স্মার্টফোনের ডিসপ্লের সাইজ হতে পারে ৬.৭ ইঞ্চি। হ্যান্ডসেটটিতে এমোলেড প্যানেলের ডিসপ্লে দেওয়া থাকবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটি ৪টি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে যার র‌্যাম ৬ জিবি থেকে শুরু করে এক টেরাবাইট ইন্টার্নাল স্টোরেজ পর্যন্ত থাকতে পারে।

এটির সবথেকে উল্লেখযোগ্য ফিচার হতে পারে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেলফির জন্য ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। Realme 11 Pro 5G স্মার্টফোনে ৪৭৮০ মেগাহার্জের ব্যাটারি থাকতে পারে।

Realme 11 Pro+ 5G স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা হতে পারে ২০০ মেগাপিক্সেল। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা হতে পারে ১৬ মেগাপিক্সেল। তবে রিয়েলমির নতুন সিরিজের স্মার্টফোন সবার আগে চীনে লঞ্চ করা হবে বলে মনে হচ্ছে। ভারতের মার্কেটে নতুন সিরিজের স্মার্টফোন আসতে কিছুটা সময় লাগতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর সার্টিফিকেশন সাইটে realme এর নতুন সিরিজের স্মার্টফোন সম্পর্কে এসব তথ্য পাওয়া গেছে।

 

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button