Bangla News

টাকা ও মূল্যবান জিনিসপত্র আত্মীয়দের কাছে রেখে যাওয়ার পরামর্শ

জুমবাংলা ডেস্ক: নগরবাসীকে ঈদ-উল-ফিতরের ছুটিতে নিজ জেলায় রওনা হওয়ার আগে তাদের জিনিসপত্রের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ সায়েদাবাদ বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনাকে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। আপনি নগদ টাকা, গহনা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র আপনার সাথে নিয়ে যেতে পারেন অথবা আপনার নিজ জেলায় যাওয়ার আগে শহরে থাকা আপনার আত্মীয়দের কাছে রেখে যেতে পারেন।’

তিনি আরও বলেন, ঈদে বিপুল সংখ্যক মানুষ গ্রামে চলে গেলে রাজধানীর অনেক এলাকায় চুরি হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ ব্যাপারে লোকজনকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

বাড়ি যাওয়ার পথে অপরিচিত যাত্রী বা সহযাত্রীর দেওয়া খাবার না খাওয়ারও পরামর্শ দেন পুলিশ প্রধান।

কাপড়ের বাজারে সাম্প্রতিক অগ্নিকান্ডের ঘটনা সম্পর্কে তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনাগুলো পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে।

আইজিপি আরও বলেন, “এগুলো নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button