Bangla News

একদিনের ব্যবধানে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

জুমবাংলা ডেস্ক : একদিনের ব্যবধানে দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। বুধবার রাত ৯টায় দেশে ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২ মেগাওয়াট বেশি।

এর আগে মঙ্গলবার রাত ৯টায় দেশে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, ঈদের ছুটি সত্ত্বেও চলমান তীব্র তাপদাহে জনজীবনের চাহিদা পূরণে আজ বুধবার রাত ৯টায় পিডিবি’র রেকর্ড ১৫ হাজার ৬৪৮ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন হয়েছে।

এর আগে ১৭ এপ্রিল সোমবার রাত ৯টায় দেশে ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা ওইদিন নতুন রেকর্ড গড়ে। তার আগে ১৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় আগের রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।

বর্তমানে দেশের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২২ হাজার ৭০০ মেগাওয়াট।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button