Bangla News

কাতারে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যাঁরা

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের সাংস্কৃতিক নগর কাতারা আয়োজিত ষষ্ঠ কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার শীর্ষস্থান অধিকারী তিনজনকে পুরস্কৃত করা হয়। এতে উপস্থিত ছিলেন কাতারার জেনারেল ম্যানেজার ড. খালিদ বিন ইবরাহিম আল-সুলাইতি, ওয়াকফ ও ইসলামবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শেখ ড. খালিদ বিন মুহাম্মদ বিন গানিম আল-থানি।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পাঁচ লাখ কাতারি রিয়াল পুরস্কার পান আফগানিস্তানের মোহাম্মদ হাসান জাদিহ। দ্বিতীয় স্থান অর্জন করে তিন লাখ রিয়াল পুরস্কার পান ইরাকের আহমেদ জামাল আল-মানরাবি এবং তৃতীয় স্থান লাভ করে এক লাখ রিয়াল পুরস্কার পেয়েছেন মিসরের আবদুল রাজ্জাক আশরাফ সালাহ আল-সাহাবি। শায়খ ড. আহমেদ আল মাসরাভি বলেন, কাতারা কোরআন তিলাওয়াত পুরস্কার প্রতিবছর জনপ্রিয় হয়ে উঠছে। এবারের ষষ্ঠ পর্বে বিভিন্ন দেশ থেকে রেকর্ডসংখ্যক প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বের সব অংশগ্রহণকারীর মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়।

সূত্র : দ্য পেনিনসুলা কাতার

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button