Bangla News

আজ খালি চোখে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই

আন্তর্জাতিক ডেস্ক : আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। ওই অঞ্চলের ১৩টি আরব দেশের ২৫ জন জ্যোতির্বিদ্যা বিশেষজ্ঞ যৌথভাবে এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন। খবর খালিজ টাইমসের।

জ্যোতির্বিজ্ঞানীরা স্বীকার করেছেন, ২০ এপ্রিল সন্ধ্যায় ঈদুল ফিতরের চাঁদ দেখার বিষয়ে বর্তমানে বিভ্রান্তি রয়েছে। আজই এটি দৃশ্যমান হবে কি না তা নিয়ে পরস্পরবিরোধী মতামত রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) এক বিবৃতিতে বলেছে, এটি উল্লেখ করা উচিত যে, এই বিবৃতি ঈদুল ফিতরের সঠিক তারিখ নির্ধারণের উদ্দেশ্যে নয়। কারণ এটি আইনগত ও বৈজ্ঞানিক বিবেচনাসহ বিভিন্ন কারণে দিয়ে প্রভাবিত। এ বিবৃতিটির উদ্দেশ্য হলো, চাঁদ দেখার বিষয়ে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button