Bangla News

কমেই যাচ্ছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছেই। দেশে দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়িয়ে যেতে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলো। এতে ডলারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষাপটে স্বর্ণে বিনিয়োগ কমিয়েছেন ব্যবসায়ীরা। ফলে মূল্যবান ধাতুটির দর হ্রাস পাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৯২ ডলার ২৩ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০০৪ ডলারে।

আগের কার্যদিবসে (বুধবার) স্বর্ণের ব্যাপক দরপতন ঘটে। গত ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায় দামি ধাতুটির দাম।

সিটি ইনডেক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, সবশেষ কর্মদিবসে স্বর্ণের দর ১৯৮০ ডলারের নিচে নেমে গিয়েছিল। এ পরিস্থিতিতে ছাড় দেয়া পরিহার করেন বিনিয়োগকারীরা। ফলে বর্তমান অবস্থায় এসেছে গুরুত্বপূর্ণ ধাতুটি।

তিনি আরও বলেন, আসন্ন বৈঠকে সুদের হার বাড়ানোর আভাস দিয়েছেন ইউএস ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি-নির্ধারকরা। বুলিয়ন মার্কেটে যার ইতিবাচক প্রভাব পড়েছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button