Bangla News

অসহায়-দরিদ্রদের জন্য পরীমণির আবদার

বিনোদন ডেস্ক : চলছে পবিত্র রমজান মাস। এই মাসটি মুসলমান ধর্ম অবলম্বনকারীদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এ মাসে সবাই মহান আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য সংযমের সঙ্গে রোজা পালন করেন। পাশাপাশি অন্যান্য আমল, ইবাদত এবং আর্থিক সহায়তার মতো কাজ করে থাকেন।

এবার অসহায়-দরিদ্রদের মাঝে সহায়তার জন্য আবদার রাখলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১৯ এপ্রিল) ফেসবুক ভেরিফায়েড পেজে এক ভিডিও বার্তায় এ আবদার রাখেন তিনি। অভিনেত্রী পরীমণি বলেন, আমরা সবাই ভালো থাকতে চাই এবং ভালো রাখতে চাই। সেখানে থেকে একটা আবদার করি। আমরা নিজেরা ভালো থাকার সঙ্গে সঙ্গে অন্যকেও ভালো রাখতে চাই। বিশেষ করে রমজান মাসে আমরা চাই সবার মুখে হাসি ফুটুক, অনেক আনন্দে থাকুক, অনেক ভালো থাকুক।

তিনি বলেন, আমাদের আশপাশে অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। যতটুকু সাধ্য আছে, সেটার মধ্য থেকেই যতটুকু পারি। এ ক্ষেত্রে আমরা কোথায় ডোনেশন করব, কীভাবে করব তা বুঝে উঠতে পারি না। আসলে একটা বড় সংখ্যক মানুষ তো আছে যারা সুবিধাবঞ্চিত। তাদের সহযোগিতা করা খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা যারা একটু ভালো আছি, যারা মানুষকে ভালো রাখতে চাই, খুশি বিলাতে পছন্দ করি, তারা বিকাশ থেকে বিভিন্ন সংগঠন আছে তাদের মাধ্যমে নিজের ইচ্ছামত অর্থ প্রদান করতে পারি। এরপর অভিনেত্রী আর্থিক সহায়তা প্রদানের পদ্ধতি তুলে ধরেন শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে। সবশেষ তিনি বলেন, আপনার ছোট ছোট এই সহায়তা এক সময় বড় অংকের হয়ে দাঁড়াবে। আপনার এই সহায়তার টাকা দিয়েই হয়তো তাদের ঈদের একটা জামা হবে, খাবার হবে। এতে নিজের মনের মধ্যে শান্তি পাবেন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button