Bangla News

আইফোন ও অ্যান্ড্রয়েডে অটো কারেকশন বন্ধ করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অটোকারেকশন হয়তো একটি ভালো ফিচার। কিন্তু অনেক সময় অটোকারেকশন অনেকের জন্য ঝামেলা ডেকে আনে। একথা মনে রাখতে হবে অনেকেই বাংলিশ পদ্ধতিতে মেসেজিং করে থাকেন। তারা যদি দীর্ঘ মেসেজ লিখেন তাহলে অনেক সময় অটোকারেকশনের কারণে অর্থই যায় বদলে। তখন ভীষণ বিরক্ত লাগে। অনেকেই বিষয়টিতে বিরক্ত হয় কিন্তু কিভাবে তা বন্ধ করতে হয় জানেন না। কিবোর্ডে শুধু সাজেশন বার রেখেই সহজে কাজ চালানো যায়। আজ আইফোন ও অ্যান্ড্রয়েডে কিভাবে অটোকারেকশন বন্ধ করবেন তা নিয়ে আলোচনা করবো।

আইফোনে যেভাবে অটোকারেকশন বন্ধ করবেন

প্রতিটি আইফোনেই ডিফল্ট হিসেবে অটোকারেকশন চালু থাকে। কিন্তু কিবোর্ড সেটিংস থেকে সহজেই তা বন্ধ করা যাবে। সেজন্য-

সেটিংস অ্যাপ এ “General” এ ক্লিক করুন।
জেনারেল সেটিংসের ভেতর ‘Keyboard’ অপশনটিতে যান।
সেখানে ‘Auto-correction’ টগল বন্ধ করে দিন।
অ্যান্ড্রয়েডে অটোকারেকশন বন্ধ করার পদ্ধতি

অ্যান্ড্রয়েডের সেটিংস মেনু থেকে সহজেই অটোকারেকশন বন্ধ করা যায়। অবশ্য আপনি কিবোর্ড অ্যাপ বদলেও তা করতে পারেন। কিন্তু আপনি যদি গুগল কিবোর্ডই ব্যবহার করেন তাহলে যা করতে হবে-

সেটিংস অপশনে যান। সেখানে গিয়ে ‘Language and Input’ অপশনে যান।
সেখানে ‘On-screen keyboard’ সিলেক্ট করুন।
সেখানে দেখবেন Gboard আছে। সচরাচর এটিই সবার ডিফল্ট অ্যাপ। বাংলা যারা লেখেন তারা রিডমিক ব্যবহার করেন। সেক্ষেত্রে রিডমিকে ক্লিক করবেন।
ওখানে ‘Text Correction’ অপশনটি খুঁজুন।
যদি ‘Auto Corection’ অপশন খুঁজে পান তাহলে অ্যান্ড্রয়েডে সহজেই অটোকারেকশন বন্ধ করতে পারবেন।

অটোকারেক্ট বন্ধ করলে অন্য কি উপায় থাকে
অটোকারেক্ট অনেক সময় কাজের অবশ্যই। কিন্তু চালু রাখলে বিরক্তিই বেশি হতে হয়। সেক্ষেত্রে প্রেডিক্টিভ টেক্সট অপশন চালু করলে উপকার পাবেন। সেটা আপনাকে অনেক সুবিধা দিবে। সেটিংস থেকেই চালু করতে পারবেন। অ্যান্ড্রয়েডে এটিকে সাজেশন হিসেবে দেখানো হয়। কিবোর্ডে টাইপ করার সময় উপরের বারে কাছাকাছি একটি শব্দ ভেসে আসবে। সেটায় ক্লিক করলেই শব্দটি লেখায় ইনপুট হয়ে যাবে। সেটাও ভালো।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button