Bangla News

উৎক্ষেপণের পরই বিস্ফোরিত ইলন মাস্কের রকেট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণের তিন মিনিট পর মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সকাল সাড়ে ৮টায় রকেটটি বিস্ফোরিত হয়। দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের উৎক্ষেপণ মঞ্চ থেকে সফলভাবেই যাত্রা করেছিল মনুষ্যবিহীন রকেটটি।

তিন মিনিট ধরে আকাশে ওঠার পর এর বুস্টারটি পরিকল্পনামতো ওপরের অংশ থেকে বিচ্ছিন্ন হতে ব্যর্থ হয়। তখনই মাঝ আকাশে ঘটে বিস্ফোরণ। ধ্বংস হয়ে যাওয়া স্টারশিপের উচ্চতা ৩৯৪ ফুট, যা স্ট্যাচু অব লিবার্টির চেয়েও ৯০ ফুট বেশি। ২০২৫ সালের মধ্যে নাসার তিন নভোচারীকে এই রকেটে করেই চাঁদে পাঠানোর কথা।

স্পেসএক্স বলেছে, তাদের বিশেষজ্ঞরা এবারের উৎক্ষেপণের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী উেক্ষপণের প্রস্তুতি নেবেন। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক অবশ্য টুইট করে অভিনন্দন জানিয়েছেন তাঁর কর্মীদের।

তিনি বলেছেন, এবারের অভিজ্ঞতা থেকে তাঁরা আগামী উেক্ষপণের জন্য অনেক কিছু শিখেছেন। আর পরবর্তী উৎক্ষেপণচেষ্টা হবে কয়েক মাসের মধ্যেই। সূত্র: এএফপি

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button