Bangla News

‘বাপ কা বেটা’র গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড জয়

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘বাপ কা বেটা’র বাবা-ছেলের গান শোনেন অনেকেই। হাজার হাজার ভক্তের মন জয় করা এই বাবা-ছেলের জয়ের উচ্ছ্বাস আরও বেড়েছে। কারণ, ছেলে ঋতুরাজ জিতেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাব।

এ খবর নিশ্চিত করেছেন বাবা শুভাশিষ ভৌমিক। বৃহস্পতিবার ১টা ৩০ মিনিটে নিজের ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

জুমবাংলা নিউজের পাঠকের জন্য সে স্ট্যাটাস তুলে ধরা হলো–

কীভাবে উচ্ছ্বাস প্রকাশ করব আমার জানা নেই। হয়তো কিছুটা অতিরঞ্জিত হবে, উচ্ছ্বাসের বাহুল্যতার জন্য আগেই ক্ষমাপ্রার্থী।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি ঋতুরাজের নাম “পৃথিবীর কনিষ্ঠতম সিরিজ বই” লেখক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে।

নিজের ছেলের নাম এবং তার পাশে দেশের নামকে বিশ্বদরবারে দেখতে পেয়ে, আমার মনে হচ্ছে, এ পৃথিবীতে আমার আসলে চাওয়ার আর খুব একটা কিছু নেই। কমেন্টস সেকশনে লিংক দিয়ে দিয়েছি…

আগামী কয়েকদিন দেশের বাইরে থাকব… দেশে ফিরে এ সাফল্যের সাথে জড়িত সবাইকে নিয়ে উদ্‌যাপন করব। অনেক মানুষকে কৃতজ্ঞতা জানানোর বাকি।

ঋতুরাজের জন্য আশীর্বাদ করবেন যেন ওর পা সবসময় মাটিতে থাকে এবং ও যেন মানুষের ভালোবাসার প্রতিদান বিনয়ের সাথে ফেরত দিতে পারে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button