Bangla News

পদ্মা সেতুতে ৯ মোটরসাইকেল চালককে ২৭ হাজার টাকা জরিমানা

জুমবাংলা ডেস্ক : পদ্মা সেতুতে ৯ মোটরসাইকেল চালককে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সার্ভিস লেন ক্রস করে পাশের মূল লেনে উঠে পড়ায় পুলিশ হাতে নাতে ৯টি মোটরসাইকেল আটক করে।

এ সময় তাদের প্রত্যেককে তিন হাজার টাকা করে তাৎক্ষণিক জরিমানা করে ডিজিটাল মেশিন থেকে স্লিপ দেয়া হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে গন্তব্যে রওনা হন।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর বজলুর রহমান বলেন, পদ্মা সেতুর মোটরসাইকেল চলাচলের জন্য ছয়টি শর্ত দেয়া হয়। এর অন্যতম শর্ত ছিল নির্ধারিত লেন অতিক্রম না করা। কিন্তু সার্ভিস লেন ক্রস করে পাশের মূল লেনে উঠে পড়ে। এ সময় পুলিশ হাতে নাতে ৯টি মোটরসাইকেল আটক করে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ জরিমানার পর অন্য মোটরসাইকেল চালকরা সতর্ক হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন জানান, গত দুই দিনে এ পর্যন্ত ২০ হাজারের বেশি বাইক পদ্মা সেতুর অতিক্রম করেছে। সবাই নিয়ম মানছে, কিছু অতি উৎসাহী চালক শর্তভঙ্গ করার চেষ্টা করছে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button