Bangla News

দেশেই চাষ হচ্ছে চাইনিজ সবজি চয়সাম

জুমবাংলা ডেস্ক : চীনের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে চাইনিজ সবজি চয়সাম’র ব্যাপক চাষ হয়। ‘চয়সাম’, একটি শীতকালীন ভেষজ সবজি। চীনে উৎপাদিত এই সবজিটির ইংরেজি নাম ‘ফ্লাওয়ারিং চাইনিজ ক্যাবেজ’।

বাংলাদেশে চয়সামের উৎপাদন ও বাজার সম্ভাবনা সম্পর্কে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বলেন বাংলাদেশের কৃষি জলবায়ু এটির চাষাবাদ ও বীজ উৎপাদনে উপযোগী। প্রচলিত বাঁধাকপির ফলন পেতে যেখানে ৬৫-৭০ দিন সময় লাগে, সেখানে চয়সামের ফসল ৩৫-৪০ দিনে সংগ্রহ করা সম্ভব। সাধারণত ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবজিটির উচ্চফলন হয় এবং স্বাদ বৃদ্ধি পায়।

চয়সামের ফুলের কুঁড়িসহ সবুজ পাতা এবং কচি ডালপালা প্রধানত রান্না করা সবজি হিসেবে ব্যবহূত হয়। শুধু তাই নয়, চাইনিজ ক্যাবেজের বীজ থেকে তেল বের করাও সম্ভব যা কিনা ভেষজ গুণসম্পন্ন হবে। আমরা এটি নিয়ে কাজ করছি। তাই বাংলাদেশে চয়সামের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তেল উৎপাদন প্রক্রিয়া ও প্রক্রিয়াজাতকরণের সার্বিক বিষয় নিয়ে আরও গবেষণা প্রয়োজন।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button