Bangla News

তিনটি পুরস্কার জিতে নিলেন মেসি

স্পোর্টস ডেস্ক : প্রাপ্তির ঝুল পূর্ণ হয়েই চলছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসির। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সের আরও স্বীকৃতি পেলেন তিনি। এবার তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তিনটি পুরস্কার জিতে নিলেন!

আজ শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে মেসিকে এই পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে আইএফএফএইচএস। ২০২২ সালে বিশ্বের সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও আন্তর্জাতিক ফুটবলে সেরা গোলদাতা- এই তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার মহাতারকা। গতকাল বৃহস্পতিবার মেসির হতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইএফএফএইচএস।

গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনার। মেসির হাতে ওঠে বিশ্বকাপ শিরোপা। এর পাশাপাশি টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গোল্ডেন বল জিতে নেন মেসি। এরপর গত ফেব্রুয়ারিতে পেয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি।

আইএফএফএইচএসের পুরস্কার জয়েও মেসির ধারেকাছে কেউ নেই। ২০১১ সাল থেকে ১৩টি আইএফএফএইচএস অ্যাওয়ার্ড জিতেছেন মেসি!

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button