Bangla News

বিক্রি হবে জেমস বন্ড সিনেমায় দেখানো বিখ্যাত সেই বাড়ি

বিনোদন ডেস্ক : যারা জেমস বন্ডের সিনেমা দেখতে ভালোবাসেন, তারা নিশ্চয় ‘লাইভ অ্যান্ড লেট ডাই’ ও ‘দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান’ সিনেমাটি দেখেছেন। এই সিনেমায় রাজকীয় একটি প্রাসাদসম বাড়ি দেখানো হয়। লন্ডনের পশ্চিমাঞ্চলের বাকিংহ্যামশায়ার পার্কল্যান্ডের এই বাড়িটি পরিচিত ডেনহ্যাম প্যালেস নামে।

আর এই বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাড়িটির মালিক। এই বাড়িটির মালিক কসমেটিকস জগতের বিখ্যাত ব্যবসায়ী মাইক জাটানিয়া। এই বাড়িটির মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৩৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯২ কোটি ৭০ লাখ টাকা। আগামী সপ্তাহে নাইট ফ্রাঙ্ক, সাভিলস ও বিউচ্যাম্প এস্টেটস নামের সম্পত্তি কেনাবেচার প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রসাদটি বিক্রির পরিকল্পনা করা হয়েছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, ডেনহ্যাম প্যালেস ৪৩ একর জমির ওপর ১৮ শতকে তৈরি হওয়া প্রাসাদ। এর স্থপতি ছিলেন ল্যান্সলট ব্রাউন। তিনি ক্যাপাবিলিটি ব্রাউন নামেও পরিচিত। এ প্রাসাদে রয়েছে ১৩টি শোবার ঘর।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button