Bangla News

ওলেড স্ক্রিনও স্ট্রেচ করা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফোল্ডেবল আর রোলেবল ডিসপ্লের স্মার্টফোন এখন কিছু নয়। বরং বাজারে একাধিক মডেলের দেখা পাওয়া গেছে এবং এই প্রযুক্তিসমৃদ্ধ ফোনও আনবে বড় টেক প্রতিষ্ঠান। কিন্তু শিকোগো বিশ্ববিদ্যালয়ের প্রিটজ স্কুল অব মলিকিউলার বায়োলজি স্ট্রেচেবল ওলেড ডিসপ্লে প্রস্তুতের চেষ্টা চালাচ্ছে। এই চেষ্টায় তারা সফলও হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি ব্লগ পোস্টে একটি পাতলা স্ক্রিনের ছবি তারা দেখিয়েছে৷ ওই স্ক্রিনটি ইচ্ছেমত টানা যাবে। এই প্রজেক্টের সাথে যুক্ত শিহোং ওয়াং এবং জুয়ান দে পাবলো জানান, ‘এটি শুধু স্মার্টফোনের জন্য ভাবলে হবে না। অনেক চিকিৎসাযন্ত্রে ফোল্ডেবল স্ক্রিনেও এই প্রযুক্তি ব্যবহার করলে ব্যয় ও অপচয়সাশ্রয় করতে পারবে।’

ওলেড স্ক্রিনের ক্ষেত্রে বেন্ডেবিলিটির বিষয়টি কঠিন। কারণ ওলেড স্ক্রিন বেন্ড করতে গেলে ভেঙে যেতে পারে। তাই এই দলকে পলিমারগুলো একটু লম্বা করে বসাতে হয়েছে। এজন্য এডভান্স বেন্ডেবল মলিউলার ইঞ্জিনায়িং এর সাহায্য নিতে হয়েছে। যেমনটাই হোক, যদি এই প্রযুক্তি সহজলভ্য হয় তাহলে ভবিষ্যতে আরও চমকপ্রদ কিছু প্রযুক্তি দেখার সুযোগ পাওয়া যাবে।

সূত্র: টমসওয়ার্ড

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button