Bangla News

বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা নিয়ে দুঃসংবাদ

আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফোরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) জানিয়েছে, ঝড়ের ধাক্কায় পৃথিবীর চৌম্বকীয় তরঙ্গে ঝড় উঠেছে।

মহাকাশ গবেষণা সংস্থা নাসাও একই ধরনের তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, সৌরঝড়ের ফলে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে ফাটল ধরতে পারে। যার প্রভাবে জিপিএস, বেতার যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। ঝড়ের মাত্রা অনুযায়ী এই প্রভাব দীর্ঘস্থায়ীও হতে পারে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর ইন্টারনেট সংযোগে ব্যাপক প্রভাব পড়বে। মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে যেতে পারে। কোথাও কোথাও সাময়িকভাবে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে।

সৌরঝড়ের প্রভাবে পৃথিবীতে জি৪ শ্রেণির ভূ-চৌম্বকীয় ঝড় উঠতে পারে

প্রভাব জোরালো হলে পৃথিবীতে বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।

বিশেষজ্ঞরা বলছেন, সৌরঝড়ের প্রভাবে পৃথিবীতে জি৪ শ্রেণির ভূ-চৌম্বকীয় ঝড় উঠতে পারে। এতে বিশ্বব্যাপী বিদ্যুতের ভোল্টেজ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিবে। ক্ষতি হতে পারে বেশ কিছু নিরাপত্তামূলক প্রযুক্তির পরিচালনায়।

এদিকে সৌরঝড়ের কারণে ইউরোপের বিভিন্ন দেশে রোববার (২৩ এপ্রিল) রাতে আকাশে মেরুজ্যোতির ছটা লক্ষ করা গেছে। দক্ষিণ ইউরোপ, এমনকি ফ্রান্স পর্যন্ত এই জ্যোতির ঝলক দেখা গেছে।

সৌরঝড়ের প্রভাবে বিশ্বের নানা দেশের আকাশে উজ্জ্বল লাল রঙের প্রভা দেখা গেছে।

চিনের আকাশেও উজ্জ্বল লাল রঙের প্রভা দেখতে পেয়েছেন অনেকে। বার্লিনে রাতের আকাশে দেখা গেছে গাঢ় সবুজ রঙের আলো। এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। একই দৃশ্যের সাক্ষী পোল্যান্ডের বাসিন্দারাও।

বিজ্ঞানীরা বলছেন, ঝড়ের কারণে বিস্ফারিত সৌরপদার্থের কণা মহাকাশে ঘণ্টায় ৩০ লাখ কিলোমিটার বেগে পরিবাহিত হতে পারে। সেগুলো পৃথিবীর দিকে ধেয়ে এলে বিপদ বাড়বে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button