Bangla News

1% চার্জে চলবে 1 ঘণ্টা, DSLR কে হার মানাবে Xiaomi 13 Ultra!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: Xiaomi ভক্তদের জন্য খুশির খবর! আর একটা চমৎকার ফ্ল্যাগশিপ ফোন এসে গেল। ফ্ল্যাগশিপ ক্যামেরা-সেন্ট্রিক সেই ফোনের নাম Xiaomi 13 Ultra। আপাতত এই ফোনটি হাজির হয়েছে চীনের মার্কেটের জন্য। সংস্থার সিইও লেই জুন দাবি করেছেন, Xiaomi 13 Ultra একটি ‘প্রফেশনাল ইমেজিং ডিভাইস’ হতে চলেছে। অর্থাৎ আপনি এই ফোন ব্যবহার করলে, আপনাকে আর DSLR ব্যবহার করতে হবে না। ফোনের ব্যাটারিও একবারে তাক লাগানোর মতোই— মাত্র এক শতাংশ চার্জ থালকেও Xiaomi 13 Ultra ফোনটি এক ঘণ্টার জন্য সেই চার্জ ধরে রাখতে পারে। অন্য দিকে পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর। চমৎকার 1 ইঞ্চির ক্যামেরা রয়েছে, যার সেন্সরটা আল্ট্রা-লার্জ Sony IMX989। ডলবি ভিসন সাপোর্টেড ডিসপ্লে রয়েছে যা অনবদ্য দর্শন অভিজ্ঞতা দিতে পারে, ওয়াটার ও ডাস্ট রেজ়িস্ট্যান্সের জন্য IP68 রেটিং প্রাপ্ত এই ফোন।

Xiaomi 13 Ultra: দাম ও কালার অপশন

Xiaomi 13 Ultra ফোনটির 12GB+256GB স্টোরেজ মডেলের দাম RMB 5999, যা ভারতীয় মুদ্রায় প্রায় 71,600 টাকা। ফোনের 16GB+512GB মডেলের দাম RMB 6499 বা ভারতীয় মুদ্রায় প্রায় 77,600 টাকা এবং 16GB + 1TB ভার্সনের দাম RMB 7299 বা 87,200 টাকা। অলিভ গ্রিন, ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটি রঙে পাওয়া যাবে ফোনটি।

Xiaomi 13 Ultra: ফিচার ও স্পেসিফিকেশন

Xiaomi 13 Ultra ফোনে রয়েছে 6.73 ইঞ্চির 2K AMOLED LTPO ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 3200 x 1440 পিক্সেল। এই ডিসপ্লে HDR10+, ডলবি ভিসন সাপোর্ট করে এবং এর রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে একটি Qualcomm Snapdragon 8 Gen2 প্রসেসর। চিপসেটটি পেয়ার করা থাকছে 16GB পর্যন্ত RAM-এর সঙ্গে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে Android 13 ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিনের সাহায্যে।

কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP Sony IMX989 ক্যামেরা, যা Hyper-OIS সাপোর্ট করে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 50MP Sony IMX858 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP সুপার টেলিফটো সেন্সর যা OIS সাপোর্ট করে এবং আরও একটি 50MP লেন্স, যাতে 3X অপটিক্যাল জু়ম দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 32MP ফ্রন্ট ফেসিং স্ন্যাপার।

চমৎকার 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 90W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, 1% চার্জ থাকলেও শক্তিশালী ফোনটি 1 ঘণ্টা হেসেখেলে চলবে।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button