Bangla News

পদ্মায় ধরা পড়লো ৩২ কেজি ওজনের বিশাল বাঘাইড়

জুমবাংলা ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ৩২ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার রওশন মোল্লার আড়ত নিয়ে মাছটি ওজন করে নিলামে তুলেন। সেখান থেকে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ভোরে পদ্মায় মাছটি ধরা পড়ে। সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩২ কেজির বাঘাইড় মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কিনেছি। এখন দেশের বিভিন্নস্থানে বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছি। সামান্য লাভে মাছটি বিক্রি করবো।

তিনি আরো বলেন, পদ্মার মাছ এমনিতেই সুস্বাদু। তাই আশা করছি দুপুরে বিক্রি হয়ে যাবে। মাছটি দেখার জন্য ফেরি ঘাটে এসে ভিড় করছে উৎসুক জনতা।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button