Bangla News

চীনের বিখ্যাত ড্রাগন অয়েল চা

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সেরা ১০টি বিখ্যাত চায়ের একটি লংচিং চা বা ড্রাগন অয়েল চা। ওয়েস্ট লেকের আশপাশের এলাকায় বেড়ে ওঠা এই চা ১২০০ বছরের পুরনো সবুজ চা হিসেবে খ্যাত।

পাতায় সবুজ রঙ, তীব্র সুগন্ধ, মিষ্টি গন্ধের জন্য লংচিং চাকে গ্রিন কুইন এবং হ্যাংজু শহরের গোল্ডেন কার্ড হিসেবে অভিহিত করা হয়েছে।

আশপাশের উর্বর জমি, একাধিক উচ্চ পর্বত এবং অনূকূল জলবায়ু থাকার কারণে উচ্চ ফলন দেখা যায় এ চায়ের।

পর্যটকরা লংচিং চা বাগানে ঘুরতে আসেন এর প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে। ছবি তোলেন চায়ের সবুজ পাতার সাথে। বসন্তের এই সময়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় পর্যটকদের। সিআরআই।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button