ঢাকাবিএনপিরাজনীতি

হামলা ও কর্মী নিহতের প্রতিবাদে আজ রাজধানী মিরপুরে বিএনপির সমাবেশ করেছে

আজ বুধবার বিকাল তিনটায় মিরপুর ৬ নং সেকশনের বি ব্লকের বায়তুল মোশাররফ জামে মসজিদের সামনে সারাদেশে দলের কর্মসূচিতে হামলা এবং তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। 

ঢাকা মহানগরীতে জোনভিত্তিক ১৬টি স্থানে সমাবেশের অংশ হিসেবে ১১তম দিনে আজ মিরপুরে সমাবেশ করছে দলটি। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশকে কেন্দ্র করে এদিন দুপুরের আগ থেকেই মিরপুর ৬ নং এলাকায় বিভিন্ন গলিতে অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ব্যানার সম্বলিত মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। ইতোমধ্যে সমাবেশস্থলে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন।

এদিকে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশস্থলের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপি ও এর অঙ্গ অসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দিইয়েছেন।

বাংলা ম্যাগাজিন /এমএ

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button