জীবন-যাপনসচেতনতা

*শিশুদের কক্ষে কি রাখবেন কি রাখবেন না জেনে নিন*

*আপদ-বিপদের দৈত্যের গল্পটা জানেন তো? এক দেশে ছিল এক দৈত্য। যার ছিল বাচ্চাদের বিপদে ফেলার নানা রকম কৌশল। কখনো সেটা পানি দিয়ে কখনো আগুন বা কখনো বিছানা থেকে ফেলে দিয়ে। এই দৈত্যের সাথেই যুদ্ধ করে বাচ্চাদের নিরাপদে রাখতে হয় মা-বাবাদেরকে।*

*একটি শিশুকে সারাক্ষণ চোখে চোখে রাখার ব্যাপার তো আছেই কিন্তু ঘরের ভিতরেই মাত্র দুই মিনিটেই ঘটে যেতে পারে ভয়ানক কোনো দুর্ঘটনা।শিশুর ঘর ঠিক ভাবে সাজানো জরুরি। না হলে অন্য কারোর অসাবধানতায় শিশুটি শারীরিক ভাবে আঘাত পেতে পারে। শিশুর ঘরে কোন জিনিসগুলো রাখবেন না তা দেখে নিন।*

*বাচ্চা যখন প্রথম প্রথম হাঁটতে শেখে, সে সময় প্রায় সবাইকেই ওয়াকার কিনে দেওয়া হয়। কিন্তু শিশুর ঘরে ওয়াকার রাখতে বারণ করছেন বিশেষজ্ঞরা। ওয়াকারে ভর দিয়ে চলাফেরা করতে গিয়ে আঘাত পেতে পারে শিশুটি।সঙ্গে যখন কেউ বড় থাকবে তখন শিশুকে ওয়াকারে হাঁটতে দিন।*

*খুব আওয়াজ হয় এই ধরনের খেলনা প্রায় সব বাচ্চাদের রয়েছে। এই খেলনা গুলো দেখিয়ে বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করা হয়। কিন্তু শিশু বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের জোরে আওয়াজ করা খেলনা শিশুর পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এগুলি শিশুর শ্রবণ ক্ষমতা ক্ষতি করতে পারে। তাই শিশুর ঘরে এগুলো রাখবেন না।*

*দেওয়ালের সঙ্গে আটকানো নয় এমন কোন আসবাব শিশুর ঘরে রাখবেন না। বিশেষজ্ঞদের মত অনুযায়ী দেয়ালের সঙ্গে আটকানো নয় এমন কোন খাট, চেয়ার বা টেবিল শিশুর ঘরে রাখা যাবে না।শিশু এগুলো ধরে উঠতে গেলে কোন ভাবে এগুলো তার ওপর পড়ে গেলে সে আঘাত পেতে পারে। আয়না, কাচের অন্য কোন জিনিস পত্র বা ভঙ্গুর যেকোনো জিনিস পত্র শিশুর ঘর থেকে দূরে রাখুন।*

*শিশুর ঘরে কোন মতেই টিভি রাখবেন না। তাহলে ছোট থেকেই তার টিভির নেশা ধরে যাবে। ঘরে টেলিভিশন সেট থাকলে বেশি সময় ধরে শিশুটি টিভি দেখবে। যা তাঁর চোখ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বসার ঘরে টিভি রাখতে পারেন, শিশুর ঘরে টিভি কখনোই রাখবেন না।একটি শিশুর হাসিমুখের চেয়ে দামী কিছুই হতে পারে না মা-বাবার কাছে। সেই হাসিটা অক্ষুন্ন রাখতে এমন কিছু সাবধানতা তো অবলম্বন করতেই হবে আপনাদের। এক মুহুর্তের একটা ভুলে আপদ-বিপদ নামের দৈত্যের খপ্পড়ে পড়ে যেতে পারে আপনার শিশু।*

বাংলা ম্যাগাজিন /এসকে

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button