আওয়ামী লীগএক্সক্লুসিভচট্টগ্রামবাংলাদেশবিএনপিরাজনীতি

বিএনপির নেতা-কর্মীদের দমনে পুলিশ সেজে ঘরে ঢুকে অভিযান চালানোর হুমকি

বিএনপির নেতা-কর্মীদের দমনে পুলিশ সেজে ঘরে ঘরে ঢুকে অভিযান চালানোর হুমকি দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি সামশুদ্দোহা সিকদার ওরফে আরজু। তিনি বলেছেন, এটি তাঁর রাজনৈতিক বক্তব্য।গত বৃহস্পতিবার রাঙ্গুনিয়ার পারোয়া ইউনিয়নে যুবলীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সামশুদ্দোহা এ হুমকি দেন। তাঁর বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বক্তব্যের বিষয়ে জানতে রোববার সামশুদ্দেহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এটা আমার রাজনৈতিক বক্তব্য। কেউ কেউ বিকৃতভাবে উপস্থাপন করছে। একসময় সাকা চৌধুরীর (সালাউদ্দিন কাদের চৌধুরী) ক্যাডাররা আমাদের এখানে গুলি করেছে, বোমা মেরেছে। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। তাই রাজনৈতিক বক্তব্য রেখেছি।’

চট্টগ্রামের ভাষায় বক্তব্য দিতে গিয়ে সামশুদ্দোহা সিকদার বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দুইবার-তিনবারের মধ্যে আমরা কিন্তু পুলিশ সেজে যাব। সোজা কথা, ঘরে ঢুকে ঢুকে অভিযান চালাব। রাউজান স্টাইলে এবার রাঙ্গুনিয়ায় রাজনীতি চলবে। এই এলাকায় আর ছাড় দেওয়া যাবে না।’

দলীয় নেতা-কর্মীদের বিভিন্ন প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার বিষয়েও তিনি বক্তব্য দেন। সামশুদ্দোহা বলেন, ‘অনেক সরকারি সাহায্য আসছে। মন্ত্রীর মাধ্যমে বিভিন্ন প্রকল্প আসছে। আমাদের যারা যুগ যুগ ধরে আওয়ামী লীগ করেছে, না খেয়ে উপোস থেকে, মার খেয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তাদের অগ্রাধিকার দিতে হবে।’

উপজেলা যুবলীগের এ নেতা আরও বলেন, ‘এখানে আমাদের ভাই-ব্রাদাররা আছে। ওরা যদি বলে আমরা পারছি না, তখন আমরা অভিযান চালাব। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বেছে বেছে কর্মী নেওয়া হয়েছে। নাশকতা ঠেকাতে যুবলীগ প্রস্তুত আছে।’

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিলকি বলেন, সামশুদ্দোহার বক্তব্যটি তিনি কিছুক্ষণ আগে দেখেছেন। সেটা (এমন বক্তব্য) কেন দিয়েছেন, তা জানেন না।এই ভিডিওর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে কি না, জানতে চাইলে তিনি এখনো জানাননি বলে জবাব দেন।

বাংলা ম্যাগাজিন /এসকে

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button