বাংলাদেশবিএনপিরাজনীতিসিলেট

দেশের মানুষ এখন ভালো নেইঃ সিলেট ছাত্রদল

দেশের মানুষ এখন ভালো নেই। দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় দাঁড়ালেও সরকার নানাভাবে বাধা দিচ্ছে। পুলিশ এখন আওয়ামী লীগের হয়ে কাজ করছে।

আজ রোববার বেলা আড়াইটার দিকে সিলেট নগরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে ছাত্রদলের নেতারা এ অভিযোগ করেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুল হক।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সদস্য আরাফাত এলাহী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক, ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহদপ্তর সম্পাদক মো. এলিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত মিছিলে গুলি ছোড়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাদের হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সিলেট নগরের ধোপাদিঘিরপার হতে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে মিলিত হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সমাবেশটি যৌথভাবে সঞ্চালন করেন।

বাংলা ম্যাগাজিন /এসকে

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button