Featuredবিএনপি

*হঠাৎ করে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের সাথে বৈঠক করছেন?*

তারেক জিয়ার কর্তৃত্বকে চ্যা'লেঞ্জ জা'নানোর জন্যই কি বেগম খালেদা জিয়া এই বৈঠক কর'ছেন?

*হঠাৎ করে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের সাথে কিভাবে বৈঠক করছেন?** দীর্ঘদিনের নীরবতা ভঙ্গ করে বেগম খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে বেগম খালেদা জিয়ার এই বৈঠকের আগ্রহ নিয়ে বিএনপির মধ্যেই তোলপাড় শুরু হয়েছে। বিএনপির কোনো কোনো নেতা বলছেন, বেগম খালেদা জিয়াকে সরকারই মাঠে নামাচ্ছে।

*সরকারের পৃ’ষ্ঠপো’ষকতা’য় রাজনীতিতে স’ক্রিয় করা হ’চ্ছে বেগম জিয়াকে যেন সরকারবিরোধী আন্দোলন গড়ে না ওঠে এবং বিএনপি যে’ন আগামী নির্বাচনে যা’য়, সেজন্যই বেগম খালেদা জিয়া রা’জনীতিতে সক্রিয় হ’চ্ছেন ব’লে কেউ কেউ মনে করছেন। বেগম খালেদা জিয়া ২০১৮ সালে কারাদণ্ডে দণ্ডিত হন এবং তারপর থেকে জেলে থাকেন। *

*বেগম খালেদা জিয়াকে মু’ক্ত করার জন্য বিএনপি বি’ভিন্ন রকম আন্দোলনের হু’মকি এবং ঘো’ষণা দি’লেও রাজপথে ন্যূনতম আ’ন্দোলন গড়ে তুলতে পারেনি। আ’ন্দোলনে ব্যর্থতার পা’শাপাশি এই সময়ে আইনি লড়াইয়েও বেগম খালেদা জিয়া না’স্তানাবু’দ হয়ে যান। বিএনপিপন্থী এ’তগুলো আইনজীবী থাকার পরও বেগম খালেদা জিয়াকে আইনগত সহায়তা দেওয়ার ক্ষেত্রে *

*তাদের আ’ন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠে বিএনপি নে’তাকর্মীদের ম’ধ্যেই। আর এ কারণেই দুই বছরের বেশি সময় তাকে কা’রাভো’গ করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্যে এবং বদান্যতায় ২০২০ সালের ২৪শে মার্চ তাকে স’রকারের নির্বাহী আ’দেশে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী জা’মিনে মুক্ত করা হয়।*

*সেখান থেকে ছয় মা’স অন্তর অন্তর তার জা’মিনের মেয়াদ বৃদ্ধি করে তাকে গু’লশানের বা’সভবনে থাকতে দেয়া হয়েছে। এই জা’মিনের দুটি শর্ত রয়েছে। একটি শ’র্ত হলো তিনি দে’শের বাইরে যেতে পারবে না এবং শু’ধুমাত্র বাড়িতে থেকে চিকিৎসা নেবেন। অ’র্থাৎ এই জা’মিনের অর্থ তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অং’শগ্রহণ করতে পা’রবেন না। *

*এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া সরকারের এই নি’র্দেশনা এবং আ’দেশ মে’নেই কাজ ক’রছেন এবং কয়েক দফা তিনি জামিনের মে’য়াদও বৃদ্ধি করেছেন। কিন্তু প্র’তিবার ঈদেই বেগম খালেদা জিয়াকে স’ক্রিয় দেখা যায় এবং সে সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু বিএনপি নেতারা বলেন, এটি অ’রাজনৈ’তিক, এর মধ্যে কোনো রা’জনৈ’তিক বিষয় নেই।*

*সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অ’সুস্থতা নিয়েও কথা হচ্ছে। তিনি হাসপাতালে আ’সা-যাওয়ার মধ্যে থাকছেন। কিন্তু এসব শ’র্তেও হঠাৎ করে বেগম খালেদা জিয়া বিএনপি নেতাদের সাথে কি’ভাবে বৈঠক করছেন এবং এই বৈঠকের আ’য়োজক কারা, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন প’র্যন্ত বৈঠকে দিন-তারিখ চূড়ান্ত হয়নি।*

*সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়া বিএনপির দু’জন নেতাকে ব’লেছেন যে, তাদের সঙ্গে তিনি বসতে চান এবং এ ব্যা’পারে একটি দিন ঠিক করার জন্য। কিন্তু স’রকারের আগ্রহ ছা’ড়া বেগম খালেদা জিয়া এরকম বৈ’ঠক করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত কি’ছুদিন ধ’রে বিএনপির নি’রঙ্কুশ ক্ষমতা লন্ডনে বিএনপির ভা’রপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হা’তে। *

*তিনি মূলত দ’ল পরিচালনা ক’রছেন। আর এ কারণেই এখন অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে যে, তারেক জিয়ার কর্তৃত্বকে চ্যা’লেঞ্জ জা’নানোর জন্যই কি বেগম খালেদা জিয়া এই বৈঠক কর’ছেন? সাম্প্রতিক সময়ে বি’এনপি নির্বাচনের ব্যাপারে ক’ঠোর অবস্থান গ্রহণ করেছে। তারা ব’লেছে, নির্দলীয় নিরপেক্ষ ত’ত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নি’র্বাচনে অংশগ্রহণ কর’বে না।*

*এখন বিএনপির আ’ন্দোলনকে চ্যা’লেঞ্জ জা’নানোর জন্যই কি খালেদা জিয়াকে স’ক্রিয় করা হচ্ছে? তবে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার পরিবারের এ’কাধিক সদস্য বলেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলেই নাজুক, রা’জনীতি করার মতো বাস্তবতা তার নেই। তিনি হয়তো অন্য কোনো কারণে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন।*

*তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, খালেদা জিয়ার এই বৈঠকের আগ্রহ রাজনীতিতে ন’তুন মেরুকরণ সৃষ্টি করবে এবং এটি বিএনপির রাজনীতিতেও একটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে বিভিন্ন মহল মনে করছে।*

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button