ঠাকুরগাঁওনির্বাচনবিএনপিরংপুররাজনীতি

যদি নিষেধাজ্ঞা দিতেই হয়, তাহলে সরকারের ওপর দিতে হবেঃফখরুল

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘র‌্যাব একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সরকার দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় বাহিনী। যদি নিষেধাজ্ঞা দিতেই হয়, তাহলে সরকারের ওপর দিতে হবে। জনগণ আগেই এ অনির্বাচিত সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা কি রাষ্ট্র বিশ্বাস করেন? বাংলাদেশ রাষ্ট্রকে বিশ্বাস করলে দেশের সংবিধানকে বিশ্বাস করতে হবে। সংবিধানের মধ্যে যেসব বিধান রয়েছে, তার মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে, নাগরিকদের বাক-স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার কথা।’

মির্জা ফখরুল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি আওয়ামী লীগের অধীনে হয়, সে নির্বাচন এ দেশে হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া তাদের পাতানো নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসেই না। সে নির্বাচনে কোনোমতেই অংশ নেবে না বিএনপি।’

ফখরুল আরও বলেন, ‘যারা এ দেশে ধর্মের কার্ড ব্যবহার করতে চায়, যারা ধর্মকে নিয়ে সমস্যা তৈরি করতে চায়, তারাই আজগুবি কথা ছড়াচ্ছে। বাংলাদেশ শুধু অসাম্প্রদায়িক দেশ নয়, এটি একটি গণতান্ত্রিক ও পবিত্র দেশ। বিএনপির নীতিও তাই। সেভাবে আমরা সামনে এগোচ্ছি।’

তিনি বলেন, ‘চট্টগ্রামে সমাবেশে নতুন করে ২৫ হাজার নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। ময়মনসিংহে বিএনপির সমাবেশের সঙ্গে আওয়ামী লীগের সমাবেশ ডাকার অর্থই হচ্ছে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ নিজেরাই সন্ত্রাস সৃষ্টি করে এবং তারা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করার কাজ করে যাচ্ছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বিএনপি নিয়মতান্ত্রিকভাবেই গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের অধিকার আদায় করবে। কথা বলার অধিকার, সভা করার অধিকার বিএনপির রয়েছে। এখানে সরকারের কোনো বাধা মানবে না বিএনপি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতি আনোয়ারুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. পয়গাম আলী, রহিমানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, নুর করিম, ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এদিকে, জুমার নামাজের পর মির্জা ফখরুল ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন বলে জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন উর রশিদ।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button