বিশ্ব সংবাদমধ্যপ্রাচ্য

ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত

শনিবার একটি চেকপয়েন্টে এক ফিলিস্তিনি যুবকের মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ঐ যুবককে গুলি করে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, নিহত ওই ফিলিস্তিনি যুবকের নাম রাবি আরাফাহ রাবি। ৩২ বছরের রাবি শনিবার ফিলিস্তিনের কালকিলিয়া শহরের দক্ষিণ-পূর্বে একটি চেকপয়েন্টে ‘মাথায় গুলিবিদ্ধ’ হন। পরে হাসপাতালে মারা যান তিনি।

তবে ইসরাইলি সামরিক বাহিনী বলছে, অবৈধভাবে কিছু যাত্রী ইসরাইলে প্রবেশ করার পরে তাদের সেনারা একটি গাড়ি আটক করার চেষ্টা করে। কিন্তু রাবি এক ইসরাইলি সেনাকে আঘাত করে পালিয়ে যায় এবং এরপরই ‘সৈন্যরা গাড়ির দিকে গুলি চালায়’।

এদিকে পূর্ব জেরুজালেমে পৃথক আরেক ঘটনায় এক ফিলিস্তিনিকে গুলি করে আহত করেছে ইসরায়েলি পুলিশ। পুলিশের দাবি, একজন ইসরাইলিকে ছুরিকাঘাত করে আহত করার পরই তাকে গুলি করা হয়।

Flowers in Chaniaগুগল নিউজ-এ বাংলা ম্যাগাজিনের সর্বশেষ খবর পেতে ফলো করুন।ক্লিক করুন এখানে

Related Articles

Back to top button