রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যতিক্রম কৌশলী রুশ হেলিকপ্টার কেএ-৫২ অ্যালিগেটর
হেলিকপ্টারের সামনের অংশ আকাশের দিকে কিছুটা তুলে ধরা হচ্ছে। তারপর ছোড়া হচ্ছে রকেট। ইউক্রেনে হামলা চালাতে ব্যতিক্রমী এ কৌশল বেছে নিয়েছেন রাশিয়ার হেলিকপ্টারের পাইলটরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একাধিক ভিডিওতে হেলিকপ্টারের পাইলটদের ভিন্ন এ কৌশলে হামলা চালাতে দেখা গেছে। ওই হেলিকপ্টারগুলোর নাম কেএ-৫২ ‘অ্যালিগেটর’। এসব হেলিকপ্টার ভূমিতে থাকা বিভিন্ন লক্ষ্যবস্তুতে আনগাইডেড রকেটের মাধ্যমে হামলা চালাতে পারে। … Read more